Logo
Logo
×

গণমাধ্যম

কারওয়ানবাজারে দুই সাংবাদিকের ওপর হামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

কারওয়ানবাজারে দুই সাংবাদিকের ওপর হামলা

টেলিভিশনের গাড়ির কাচ ভাঙচুর। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজারে একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। হামলাকারীরা টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে। পরে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে। 

আহত দুই সাংবাদিক হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন টিএইচ মুসলিম।

মাদক কারবারিদের হামলায় আহত তাইফুর রহমান তুহিন জানান, র‌্যাবের একটি প্রোগ্রাম শেষ করে কারওয়ানবাজারে মাদক কারবারিদের হামলার শিকার হন তিনি এবং তার ক্যামেরাপারসন। মাদক কারবারিদের ছোড়া ইট-পাটকেলে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তারা আহত হন। তবে মাদক কারবারিদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি তুহিন।

এদিকে তাইফুর রহমান তুহিনের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম