Logo
Logo
×

সাহিত্য

বইমেলা ২০২৫

চলছে শেষ সময়ের বিক্রি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ এএম

চলছে শেষ সময়ের বিক্রি

ফাইল ছবি

বইমেলায় এখন যারা আসছেন তাদের বেশির ভাগই বইয়ের ক্রেতা। ছোট-বড় সবার হাতেই বই। শেষ সময়ে এসে বিক্রি কিছুটা বাড়ায় প্রকাশকদের মুখেও সামান্য স্বস্তির আভা দেখা যাচ্ছে। তবে বড় প্রকাশনাগুলো অনেক নতুন বই নিয়ে আসায় তাদের বিক্রি ভালো। ছোট প্রকাশনাগুলোর নতুন বই তুলনামূলক কম হওয়ায় তাদের বিক্রি তেমন একটা ভালো নয়।

ধানমন্ডি থেকে এসেছিলেন চাকরিজীবী কবির খান। তিনি বলেন, সময় করতে পারছিলেন না। তাই এতদিন আসা হয়নি। আজ বইমেলায় আসব বলেই আলাদা করে সময় বের করেছি। বেশ কিছু বই কিনেছিও। কিন্তু আমার কাছে মনে হয়েছে এবার বইমেলায় সংগ্রহে রাখার মতো উল্লে­খযোগ্য বইয়ের পরিমাণ কম।

ঐতিহ্য প্রকাশনীর ম্যানেজার আমজাদ হোসেন কাজল বলেন, অন্যান্য বছর শেষ সময়ে বইয়ের যে বিক্রি হয় এবার তার চেয়ে অনেকটা কম। এমনটা আমরা আশা করিনি।

বইমেলার মূলমঞ্চে বুধবার বিকালে অনুষ্ঠিত হয় ‘জুলাই প্রজন্ম ও প্রযুক্তি : নতুন সামাজিক বন্দোবস্তের খোঁজে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশ নেন কল্লোল মোস্তফা এবং এহ্সান মাহমুদ। সভাপতিত্ব করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম আমাদের যে নতুন বাংলাদেশের সম্ভাবনা উপহার দিয়েছেন তা জনপরিসরে সংহত করতে হবে। এই সংহতি তখনই টেকসই হবে যখন আমরা একটি নতুন রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত হাজির করতে পারব।

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ এবং কবি এবিএম সোহেল রশীদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি শ্যামল জাকারিয়া, মানব সুরত, এবিএম সোহেল রশীদ, ইউসুফ রেজা, রোকন জহুর, জামিল জাহাঙ্গীর, ক্যামেলিয়া আহমেদ, আশিক আকবর, নুরতার পারভীন, জেসমিন বন্যা, সোহেল আমিন বাবু, রুহুল মাহবুব, মঈন মুরসালীন এবং শাহ সিদ্দিক। 

বুধবার ছিল মৌসুমী আক্তার সুমির পরিচালনায় নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’ এবং মো. জাকির চিশতির পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শান্তিধাম ভাবদর্শন চর্যা চর্চা কেন্দ্র’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, পুতুল দাস, এলবার্ট অনিমেষ দাস, শুক্লা ঘোষ, রুমী আজনবী, বিপুলকুমার, মৌমিতা হক সেঁজুতি, তমালিকা হালদার মলি, জান্নাত-ই-ফেরদৌসী এবং দিপু সমদ্দার। বইমেলায় এসেছে কবি আবদুল হাই শিকদারের ইতিহাস ও ভ্রমণকেন্দ্রিক গ্রন্থ ফিরে ফিরে আসি। বইটির প্রকাশক মক্তব প্রকাশন। ৪০ নম্বর স্টল। 

অমর একুশে বইমেলা ২০২৫-এর ২৭তম দিন আজ। মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বিনির্মাণ : রাষ্ট্রকাঠামো’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশগ্রহণ করবেন সৈয়দ নিজার। সভাপতিত্ব করবেন কাজী মারুফ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম