Logo
Logo
×

সাহিত্য

রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম

রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন। এ বি সরকারের টাইফোগ্রাফিতে বইটির প্রচ্ছদ করেছেন সফেদ পান্থ।

রাশেদুল হাসান বলেন, কবিতা অনুভূতির এক নৈঃশব্দ্য যাত্রা। বইয়ের প্রতিটি পঙক্তির ভাঁজে লুকিয়ে আছে হারানোর ব্যথা, স্মৃতির সুরভি আর অনন্ত অপেক্ষার রং। এখানে মিশে আছে বিরহের নীল সুর, বিষণ্নতার ম্লান আলো, আর ফিরে পাওয়ার আকুল প্রার্থনা।

এ বিষয়ে প্রকাশক ও কবি খালেদ রাহী বলেন, দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করে আসছেন রাশেদুল হাসান। তার কবিতার চিত্রকল্প, উপমা, বুনন ও শব্দপ্রয়োগের ধরন চমৎকার। আশা করছি বইটি পাঠক নন্দিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম