Logo
Logo
×

সাহিত্য

মাসউদুল কাদিরের কিশোর থ্রিলার কাবুলের কিশোরী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৮ এএম

মাসউদুল কাদিরের কিশোর থ্রিলার কাবুলের কিশোরী

আফগানিস্তানের এক কিশোরীর গল্প নিয়ে নির্মিত কিশোর থ্রিলার কাবুলের কিশোরী। বইটি লিখেছেন কবি ও ছড়াশিল্পী থ্রিলার লেখক মাসউদুল কাদির। বইটি প্রকাশ করেছে যিয়ান পাবলিকেশন্স ঢাকা। 

বইটির গায়ের মূল্য দুই শত চল্লিশ টাকা। হাশেম আলীর করা ঝকঝকে কভারে কাবুলের কিশোরী হয়ে উঠেছে সৌন্দর্যময়তার প্রতীক। সত্যাশ্রয়ী গল্পের অনুষঙ্গ দিয়েই তৈরি হয়েছে কাবুলের কিশোরী।কে এই কিশোরী। সরাসরি ওই কিশোরীর লেখা একটি চিঠি কিন্তু আপনি পড়তে পারেন। 

‘আমি জানি না আমার মতো ছোট্ট কিশোরীর কথা শুনবেন কি না, শুনলে হয়তো বেঁচে যাবে একজন মহামানবের জীবন। ধ্বংস হবে মুনাফিক গাদ্দারদের অশুভ পদচারণা। দূর হবে ইবলিসের রাজত্ব। বিনাশ হবে শত্রুদের অপতৎপরতা। মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে কজন মুসলিম বীরপুরুষ। বলবো তাহলে সে কথা? যদি আপনাদের কাছে থেকে বলতে পারতাম তাহলে বিশ্বাসের কষ্টি পাথরে যাচাই করে নিতে পারতেন আমাকে। এজন্য আমি দুঃখিত, তাহলে শুনুন সে কথাটি। 

আপনাদের ধারণা মোল্লা শাহ একজন সত্যবাদী মানুষ। আসলে সে একজন বেঈমান, মুনাফিক, গাদ্দার। তার নিমকহারামীর কারণেই আনজাম হাবিব আজ বহুজাতিক বাহিনীর সামরিক হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তার আদরের কন্যাও নজরবন্দি। তার স্ত্রীর তো কোনো খোঁজই নেই। হয়তো আমাকে জানেন না, দেখেননি, শুনেননি আমার বাক্যালাপ। মনে রাখবেন পৃথিবীতে এরচেয়ে বড়ো সত্য কথা নেই। মোল্লা শাহকে গ্রেফতার করলেই আনজাম হাবিবের হয়তো মুক্তি হতে পারে। 

আপনারা কি চান না একজন মুমিনের মুক্তি? ইহকালে কিছু না পেলেও পরকালে তো পাবেন। কুরআন খতম করে করে দুআ করবো। এরপরও কি একটু দয়া হবে না। পাষাণ হৃদয়ও গলে যেতো যদি আমার কণ্ঠে আমি শুনাতে পারতাম।

জানি না আমার লেখাগুলো আপনাদের হাতে পৌছবে কি না। দোয়া করছি যেনো পৌছে। এ সপ্তাহের মধ্যে যদি মোল্লা শাহ গ্রেফতার না হয় তাহলে আনজাম হাবিব নিশ্চিত হামযা  রা.- এর মতো শাহাদাত লাভ করবে। সরাসরি কাছ থেকে শুনেছি এস, বার্ড এর কথা। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো বন্দিজীবন সুন্দর কাটাবার তাওফিক দান করেন।

 

ইতি

সামিয়াল্লাহু লিমান হামিদা।

কাবুলের কিশোরী

মাসউদুল কাদির

ধরন : ইসলামিক থ্রিলার

প্রকাশক : যিয়ান পাবলিকেশন

কওমী মার্কেট, প্যারিদাস রোড, ঢাকা-1100

অনলাইন : ওয়াফিলাইফ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম