তাপদাহে ম্রিয়মাণ গাছের পাতা;
সবুজেও নেই অবুঝ, কমনীয়তা।
পানিতে অগ্নি খনি, রুক্ষ বাতাস;
শ্বাস-প্রশ্বাসে যেন, ওঠে নাভিশ্বাস।
নগরীটা হয়ে গেল জ্বলন্ত উনুন,
সূর্য কীরণ নয়, ঝরায় আগুন।
তাপে ঝরে লিচু আর আমের মুকুল,
বিপন্ন বাগানের কতশত ফুল!
প্রচণ্ড গরমে জ্বলে সারাদেশ,
উত্তাপ বাড়ে সদা, নেই এর শেষ।
গ্রামগুলো পুড়ে যেন রূপ নেয় মরু;
মন পোড়ে, বন পোড়ে, ছায়াদার তরু।
শুকিয়ে চৌচির ফসলের মাঠ,
খরায় করে খাঁখাঁ, মাঠ আর ঘাট।
সাগর ও নগর আজ তাপে একাকার,
মাছ যেন খোঁজে ডাঙা, পশু জলাধার।
তীব্র তাপদাহে ঘর ছাড়া দায়,
খেটেখাওয়া মানুষ আজ বড় অসহায়।
স্কুল-কলেজে লাগে একে একে তালা,
অসহায় ছেলে-বুড়ো বন্দিশালা।
চড়া তাপে চারপাশ জ্বলে দাউ দাউ,
হাঁসফাঁস জনজীবন, স্বস্তি উধাও।