Logo
Logo
×

সাহিত্য

চাঁদের মতো "তুমি''

Icon

ময়নুল ইসলাম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১৭ পিএম

চাঁদের মতো

প্রতীকী ছবি

ঘুম আসে না চোখে, আঁধারে দেখি-
একটি অদৃশ্য হাতের মৃদু ইশারায়,
থরথর কাঁপে নীল আকাশের বুক!

উৎকণ্ঠায় নক্ষত্ররাজীর মধ্য হতে,
ঢাউস আকৃতির উল্কাপিন্ড-    
আকাশ থেকে লুটিয়ে পরে মাটিতে।

কষ্টের করুন সুরে কুকিয়ে উঠে,
চকচকে মুদ্রার মতো-
হাস্যজ্জল নক্ষত্রের হৃদয়!

কষ্টে কাঁচুমাচু উল্কাপিন্ড দেখে-
বাতাস যায় থেমে, দূরাকাশের কোলঘেঁষে-
দুঃখের পাহাড়গুলো কেঁপে কেঁপে ওঠে!

ভালোবাসা আর ঘৃণা মিশ্রিত-
ছোট-বড় ঢেউয়ের নৃত্যে ছাপিয়ে যায়,
দুঃখসাগরের টলমলে তীর!

উন্নতবক্ষা রমণীর আস্ফালনে-
স্তিমিত হয়ে আসে মধুর নিশি সংগীত, 
বিরহী হৃদয়ে ঢাকা পড়ে নৃত্যলয়ের ছন্দ!

একটি চাঁদের মতো "তুমি"-
ভরা চন্দ্রিমা রাতে আসতে আসতে- 
প্রত্যাবর্তন করে অন্য কোনো গহীন বনে!

তোমার চলে যাওয়া পথে- 
ছলছল চোখে তাকিয়ে থেকে, ভরা পূর্ণিমার-
রাতেও অবশেষে নেমে আসে নিকষ কালো আঁধার!

যেতে যেতে একটি চাঁদের মতো "তুমি"র-
আলোর রোশনীতে ঝলসে দিয়ে যায়-
ভূপাতিত উল্কাপিণ্ডের বিরহী হৃদয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম