Logo
Logo
×

সাহিত্য

বিলাসী প্রিয়তমা

Icon

ময়নুল ইসলাম

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০১:০৭ পিএম

বিলাসী প্রিয়তমা

প্রতীকী ছবি

একদিন খুব কষ্ট পেতে চাই আমি;
কোনো চাপা কষ্ট নয়!
ঝর্ণার ঝরো ঝরো ধারার মতো, 
তোমার দেয়া কোমল কষ্টে মন ভরে না আর!

পোড়া চোখের ধূসর ভ্রুগুলোকে,
নোনাজলে স্যাঁতসেঁতে করে দেয়া-
খুচরো কষ্টে-বিবর্ণ গাল ভিজে শুধু, 
আমার অতৃপ্ত হৃদয় কাঁদে নাকো আর!

একদিন এক্সক্লুসিভ কিছু কষ্ট পেতে চাই!
এভাবে খুব সাদামাটা কষ্ট দিয়ো নাকো তুমি!
বেশ বড়-সড় কষ্টের ঢেউ তোলো এবার, যেন বেশ 
শোরগোল পরে যায় দেশ ও বিশ্বপ্রচার মাধ্যমে!

সমুদ্রের তীর ভাঙার মতো....
নদীগর্ভে শস্যক্ষেত বিলীন হওয়ার মতো....
হাসপাতালের দেয়ালে আটকে পরা অসুখের মতো......
স্বেচ্ছাচারী শাসকের অতৃপ্ত যৌন ক্ষুধার মতো!

তোমার দেয়া  প্রচণ্ড কষ্টের আহাজারিতে-
যেনো কেঁপে কেঁপে ওঠে বিশ্ববিবেক! আমার-
কষ্ট প্রশমনের দুর্ভাবনায় হটাৎ থেমে যায় পৃথিবীতে-
মিথ্যা শ্রেষ্ঠত্বের যুদ্ধ!

আমার কষ্টের গগনবিদারী শব্দে,
মানব শ্রবণের সহ্যসীমা অতিক্রান্ত হওয়ায়;
কর্ণকুহরে আঙ্গুল চেপে বসে থেকো তুমি-
তোমার ঝুল বারান্দায়; স্তব্ধ-স্থবির হয়ে-
বসে থাকুক একদিন ব্যস্ত বিশ্ববাসী!

সেই তাৎক্ষণিক অবসরের মোক্ষম সুযোগে,আমার-
কষ্ট পাওয়া মুখের আদ্যেপান্ত তোমায় প্রদর্শন করে-
আমার আজন্ম বিরহী জীবনে অন্ততঃ একটিবার এবং
শেষবার আমি হৃদয় ভরে হাসি!

একদিন আমি একটি কষ্টের টোল হয়ে-
থাকতে চাই তোমার মসৃন গালে!
বিভীষিকাময় প্রেম হয়ে বাঁচতে চাই আমরণ-
একটি বিলাসী প্রিয়তমার কঠিন হৃদয়ে!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম