প্রতীকী ছবি
তোমায় না পাওয়ার ব্যথায়-
কষ্ট হয় না আর! শুধু-
তোমার উপর অন্যের অধিকার দেখে-
অনধিকারের সংকটে,
কুকিয়ে ওঠে বিরহী হৃদয়!
আকাশের রংধনুর রঙে-
আমার মন রাঙে না আর!
গোলযোগের রক্তে উৎপাদিত-
ছুটে চলা শিশুর যাপিত জীবনে-
আড়ষ্ট হয়ে আসে নষ্ট সময়!
সীমাহীন প্রচেষ্টা আর-
অসীম সময়ের শ্রাদ্ধে সৃষ্টি হয় না-
একটি প্রত্যাশিত শান্তির ঘর!
ভাঙা হৃদয়ের ঢেউয়ের প্রবাহে-
ডুবতে থাকে বিরহী হৃদয়ের অবশিষ্ট স্থলভাগ!
এখানে মেঘ জমে....
বৃষ্টি ঝরে .........
পাথর জমে..........
অপ্রাপ্তিগুলো কষ্টের স্তূপ হয়ে-
পর্বতের মতো ঠায় দাঁড়িয়ে রয়!