Logo
Logo
×

সাহিত্য

মিথ্যে উষ্ণতার জন্যে

Icon

ময়নুল ইসলাম

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

মিথ্যে উষ্ণতার জন্যে

প্রতীকী ছবি

প্রিয় গোলাপ, 
তুমি মেকী আদ্রতার প্রেমে পারোনা!
মিথ্যে উষ্ণতার জন্য আর এভাবে-
অকাতরে যেনতেন মাটিতে ঝরোনা! 
 
তুমি শিমুল হয়ে যাও,
ফুটে থাকো শিখরের শাখায়,
সূর্যতাপে কষ্ট হলে ফেটে পর সেখানেই;
উড়ে যাও বাতাসের হাত ধরে আরো উচ্চতায়!

প্রিয় গোলাপ,
তোমার মধ্যরাতের মন খারাপে-
চেয়োনা ধুলির ধরায়, প্রয়োজনে স্মশানে যাও,
সবার অলক্ষ্যে ধীরে ধীরে ভীরু পায়!

নয়তো আকাশে যাও-
নক্ষত্রের মতো হেঁটে বেড়াও নীলিমায়;
হও আশার আলো বিরহীর- 
অন্ধপ্রেমিককে পথ দেখাও, ঘোর অমানিশায়!

প্রিয় গোলাপ,
দোহায়, তুমি আবেগে প্রেমে পারোনা,
অকাতরে যেনতেন মাটিতে ঝরোনা;
তুমি তোমার অগোচরে আমার হয়ে থাকো! 

রোজ রাতে নতজানু হবো আমি-
তোমার বাগীচায়!
একটি সুডৌল হাতে হাত রেখে,
আমি আমরণ ঘুমাতে চাই-
আবেশে-আবেগে-অনুভবের ভালোবাসায়!

প্রিয় গোলাপ,
নির্ঘুম রাতগুলোর কাটেনা আঁধার-
শুধু সকাল হয় কষ্টের লাল রঙে রেঙে!
মৃত্যুর বুক থেকে রোজ ছিনিয়ে আনি জীবন;
যন্ত্রণার রক্তিম ছুরির আঘাতে-
পুবাকাশ হয় রঞ্জিত, হৃদয় পরে ভেঙে! 

তোমার আঁধার কাটে আলোকবর্তিকা হাতে,
উদীত হয় সোনালী সূর্য;
শুধু আমিই জানি, কী যন্ত্রণা বুকে নিয়ে-
বাঁচি আমি, বুকে বাজে বিষাদের তূর্য! 

প্রিয় গোলাপ, 
তুমি এভাবে আর ভুল করোনা 
মেকী আদ্রতার প্রেমে পারোনা!
মিথ্যে উষ্ণতার জন্যে এভাবে-
বার বার যেনতেন মাটিতে ঝরোনা!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম