Logo
Logo
×

সাহিত্য

তুমি এসেছো তাই

Icon

ময়নুল ইসলাম 

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১২:২০ পিএম

তুমি এসেছো তাই

প্রতীকী ছবি

কেনো এলে অবেলায়!
ছিলাম অরণ্যে-গুহায় নিঃসঙ্গের সঙ্গী হয়ে!
তোমার প্রত্যাবর্তনে, আমার-
সহস্রাব্দের তন্দ্রাভাব গিয়েছে দূরাকাশে উড়ে!

আঁধারের ওপারের স্বচ্ছ আলোর বিকিরণে- 
ঝলসে গিয়েছিল,আমার বিরহী বিবর্ণ শরীর! 
তোমার শুভাগমনে আমার পরিত্যক্ত উঠোনের-
সফেদ কামিনীর মুখে দেখি আজ ঈষৎ আবীর!    

তুমি এসেছো তাই,
ভগ্ন হৃদয়ে আজ অসীম উচ্ছাস!
চোখ বুজে খুঁজে পাই-
অনুপম অনুভূতির প্রশান্তির আভাস! 

দেখি, শিশিরের মুক্তোদানায় ঝলমল করে- 
তোমার নির্মল মুখচ্ছবি,
আমি শূন্যে কান পেতে শুনি প্রকৃতির গান; 
পাখির কলরবে আমি স্মৃতি-কাতর-যেনো কবি! 

মৃত্যুর কাছে ধার করা জীবনে, তুমি- 
তোমার স্নিগ্ধ চোখের ইশারায়-
এনেছো বাঁধভাঙা যৌবনের জোয়ার; 
তুমি আবার কেনো এলে বোলো- এই ঘোর অবেলায়!

অব্যক্ত কথাগুলো বৃষ্টি অথবা ঝর্ণা ধারা হয়ে-
গাল বেয়ে ঝরেছে অবিরত,
অতৃপ্ত অনুভবের স্পর্শগুলো উড়েছে জোনাকির মতো, আমার-  
হারানো অতীত, অব্যক্ত অনুভব, অপ্রাপ্তির স্মৃতিরা ছিলো কান্নারত।  

তুমি এসেছো তাই- 
আমার উদ্বেলিত মন আজ শান্ত; 
গোলাপের পরাগায়নের সংক্ষিপ্ত সময়গুলো- 
আরও দীর্ঘ- সুশ্রী-মনোহর-আরও প্রসারিত।

চরম অবেলায়-
তুমি আবার কেনো এলে! 
শূন্য ঘর, শূন্য উঠোন, বিশ্বচরাচরের অসীম শূন্যতায়-  
তুমি গিয়েছিলে চলে, আমায় একা ফেলে!

তোমার হটাৎ আগমন যেনো ঝোড়ো হাওয়ার ঝাপটা-
মুখ থুবড়ে পরে থাকা ধূসর স্মৃতির ধুলোয়!
অভিমানের বাঁধভাঙা স্রোতে-
ঠুনকো সামাজিক বাধা কি করে কূলোয়!

এলেই যদি অবেলায়, দ্বিধাগ্রস্ত পায়ে-
কেনো তুমি দাঁড়িয়ে, দুয়ারে!
পাশে বসে, হাতে হাত রেখে;
ভরিয়ে তোলো শূন্য হৃদয়- প্রেমের পূর্ণ জোয়ারে!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম