Logo
Logo
×

সাহিত্য

কমলেশ রায়ের সায়েন্স ফিকশন 'অসীম আলো'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫ এএম

কমলেশ রায়ের সায়েন্স ফিকশন 'অসীম আলো'

এবারের বইমেলায় কমলেশ রায়ের নতুন সায়েন্স ফিকশন 'অসীম আলো'। একেবারে শেষভাগে বইটি মেলায় এনেছে কিন্ডার বুকস।

বিজ্ঞান কল্পকাহিনি মানেই আনন্দময় পাঠের আয়োজন। বিজ্ঞানের ডানায় চড়ে কল্পনার ভুবনে ভ্রমণ। এ বইয়ে রয়েছে তিনটি কল্পকাহিনি।

প্রতিটি কল্পগল্পের পরতে পরতে রোমাঞ্চ, রহস্য ও উত্তেজনা। পাতায় পাতায় চমকে যাওয়া অনুভূতি। কমলেশ রায় কল্পবিজ্ঞান কাহিনি লিখেন ঠাস বুনটে। এই বইটিও বৈচিত্র্যে ভরা।

বইটি বিভিন্ন দিক থেকে ব্যতিক্রম। হাতে নিলেই মনে হবে খুব যত্নে গড়া। সচিত্র,  চার রঙা ঝকঝকে ছাপা। পৃষ্ঠা বিন্যাসে শৈল্পিক ছোঁয়া। নজরকাড়া প্রচ্ছদ এঁকেছেন আজহার ফরহাদ। চোখ জুড়ানো অলঙ্করণ করেছেন তাহফিমুল ইসলাম।

অসীম আলো বইটির দাম ২৮০ টাকা। বইমেলায় পাওয়া যাচ্ছে কিন্ডার বুকসের স্টলে। স্টল নম্বর ৭১৯।

সায়েন্স ফিকশন যারা ভালোবাসেন তারা বইটিকে অনায়াসে রাখতে পারেন পছন্দের তালিকায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম