Logo
Logo
×

সাহিত্য

বইমেলায় মিলন আব্দুল্লাহর ‘বেওয়ারিশ অনুভূতি’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৫ পিএম

বইমেলায় মিলন আব্দুল্লাহর ‘বেওয়ারিশ অনুভূতি’

এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ কবি মিলন আব্দুল্লাহর কবিতার বই ‘বেওয়ারিশ অনুভূতি’।  

গত ৯ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করেন কবির বাবা মো. শাহ আলম সরদার।

নিজের কবিতার বইয়ের বিষয়ে কবি বলেন, ভালোবাসা এমন এক পরশ পাথর যাকে উপেক্ষা করার সাধ্য কারও নেই। সব বয়স, ধর্ম, শ্রেণির মধ্যে ভালোবাসা বিলিয়ে দিতে পারলেই পরিচ্ছন্ন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। কবিতায় লেখা অনুভূতিগুলো পৃথিবীর সব প্রেমিকের বুকের চাপানো কান্না। যেহেতু কবিতার অনুভূতিগুলোর নির্দিষ্ট কোনো ওয়ারিশ নেই, তাই বইয়ের নাম বেওয়ারিশ অনুভূতি।

ইংরেজি সাহিত্যে অধ্যয়নের পাশাপাশি শিক্ষকতায় নিযুক্ত আছেন কবি মিলন আব্দুল্লাহ।

‘বেওয়ারিশ অনুভূতি’ বইটি প্রকাশিত হয়েছে নবসাহিত্য প্রকাশনী থেকে। ৪ ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন কারুধারা। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় নবসাহিত্যের ৩০-৩১ নং স্টলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম