Logo
Logo
×

বাতায়ন

স্মরণ: টমাস পেইন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মরণ: টমাস পেইন

ছবি: সংগৃহীত

ইংরেজ দার্শনিক টমাস পেইন ১৭৩৭ সালের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের নরফোক কাউন্টির থেটফোর্ডে জন্মগ্রহণ করেন।

আমেরিকান বিপ্লবের শুরুর দিকে দুটি প্যাম্ফলেট বা পুস্তিকা রচনার মধ্য দিয়ে তিনি বিপ্লবীদের অনুপ্রাণিত করেন।

বিদ্রোহীদের মধ্যে তার লেখার এতটাই প্রভাব ছিল যে, জানা যায়, প্রায় সব বিদ্রোহীই তার সর্বাধিক বিক্রীত প্যাম্ফলেট ‘কমন সেন্স’ (১৭৭৬) পড়েছিলেন।

পরবর্তীকালে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র রচনার ক্ষেত্রে এ প্যাম্ফলেটের অনন্য ভূমিকা অনস্বীকার্য। তিনি ১৮০৯ সালের ৮ জুন মৃত্যুবরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম