
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০২:০৩ এএম
তরমুজকে সুস্বাদু ও পুষ্টিকর করে তুলতে যোগ করুন কয়েকটি উপাদান

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫১ পিএম
-67ef9dad4efe2.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
পানি ও প্রাকৃতিক শর্করাসমৃদ্ধ তরমুজ আমাদের হাইড্রেটেড রাখতে সাহায্য করে। লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন 'এ', ভিটামিন 'সি', অ্যান্টি-অক্সিডেন্ট, পটাসিয়াম ও ম্যাগনেশিয়াম পাওয়া যায় ফলটি থেকে। আপনি চাইলে তরমুজকে আরও সুস্বাদু ও পুষ্টিকর করে তুলতে কয়েকটি উপাদান যোগ করতে পারেন।
তরমুজের টুকরোর ওপর ছিটিয়ে দিন এক স্লাইস লেবুর রস। ভিটামিন 'সি' বৃদ্ধির পাশাপাশি সতেজতা যোগ করবে লেবুর রস। ভিটামিন 'সি' রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এ ছাড়া লেবুর টক স্বাদ তরমুজের প্রাকৃতিক মিষ্টতাকে সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ করে।
এ ছাড়া অতিরিক্ত পুষ্টি পেতে চাইলে এক মুঠো তাজা পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন তরমুজ। পুদিনা পাতা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। হজমে সাহায্য করতেও এর জুড়ি মেলা ভার। এর ঠান্ডা ও তাজা স্বাদ তরমুজের মিষ্টি রসালো স্বাদের সঙ্গে পুরোপুরি মিশে একটি সতেজ স্বাদ তৈরি করে।
তরমুজের সঙ্গে মিশিয়ে নিতে পারেন চিয়া বীজ। এতে ফাইবার ও ওমেগা-৩ মিলবে। স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিনের চমৎকার উৎস চিয়া বীজ। তরমুজের সঙ্গে মিশিয়ে নিলে ফলের আর্দ্রতা শোষণ করে ছোট্ট এই বীজ। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো মূল্যবান পুষ্টিও যোগ করে।
আর হাইড্রেটিং ও ঠান্ডা করার জন্য তরমুজের সঙ্গে শসার টুকরো মিশিয়ে নিন। শসায় প্রচুর পরিমাণে পানি রয়েছে, যা তরমুজের মতোই হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এগুলোতে ক্যালোরি কম, ফাইবার বেশি। রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে শসা।
আবার মিষ্টি ও সুস্বাদু স্বাদ পেতে তরমুজের ওপর কিছু ফেটা চিজ গুঁড়া করে দিয়ে দিন। লবণাক্ত ফেটা তরমুজের মিষ্টতাকে পরিপূরক করে প্রোটিন ও ক্যালসিয়াম যোগ করে। চিজ মিশ্রিত তরমুজ রক্তে শর্করার মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং ভিটামিন কে সরবরাহ করে, যা রক্ত জমাট বাঁধা ও হাড়ের শক্তির জন্য গুরুত্বপূর্ণ।