খুশকির সমস্যা দূর হবে নয়নতারা ফুলে, মাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:৪৪ পিএম

নয়নতারা ফুল বাংলার ঝোপঝাড়ে, আগাছার মাঝে অযত্নে বেড়ে ওঠে। তবে গুণের নিরিখে এর তুলনা মেলা ভার। এই ফুলটি চুলের যত্নেও অত্যন্ত উপকারী। আয়ুর্বেদশাস্ত্রে নয়নতারা চুলের বিভিন্ন সমস্যা মেটাতে ব্যবহার করার প্রথা রয়েছে।
চুল পড়া থেকে চুলের গোছ কমে যাওয়ার মতো নানা সমস্যার সমাধান নয়নতারা ফুল। এর মধ্যে থাকা পুষ্টিগুণগুলো চুলের সমস্যা দূর করে। এবারে জেনে নেওয়া যাক, কীভাবে ব্যবহার করবেন এই ফুলের নির্যাস।
অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান
নয়নতারা ফুল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদানে ভরপুর। এই দুটো উপাদান চুলের ফলিকলকে পুষ্ট করে। পাশাপাশি চুলের কোশগুলি নষ্ট হওয়া থেকে রক্ষা করে।
রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়
নয়নতারা ফুল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এর ফলে চুলের গোড়ায় পুষ্টির জোগান ঠিক থাকে। চুল পড়ার সমস্যা কমে যায়।
হেয়ার অয়েল
নয়নতারা ফুল দিয়ে হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে নয়নতারা ফুল সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার ১০০ মিলিলিটার নারকেল তেলে পাপড়ি গুলি চুবিয়ে কম আঁচে ফুটিয়ে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই তেল চুলে লাগিয়ে রাখুন।
হেয়ার মাস্ক
নয়নতারা ফুল ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার এতে ২ চামচ মধু ও ১ চামচ অ্যালো জেল মিশিয়ে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন।