Logo
Logo
×

লাইফ স্টাইল

লন্ড্রিতে না গিয়ে বাসাতেই সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম

লন্ড্রিতে না গিয়ে বাসাতেই সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

প্রকৃতি থেকে শীত বিদায় নিচ্ছে। এবার ভারী কম্বল-কমফোর্টারগুলো তুলে রাখার পালা। তবে এসব তুলে রাখতে গেলেই বাঁধে যত ঝালেমা। কেননা, এগুলো তুলে রাখার আগে পরিষ্কার করা অতি জরুরি হয়ে পড়ে। কারণ, এত দিনের ব্যবহৃত কম্বল-কমফোর্টার ধুলাবালু, শরীরের ক্ষুদ্র মৃত চামড়া ও অদৃশ্য জীবাণু, পোষা প্রাণীর লোম আর গন্ধে জর্জরিত। তাই কম্বল ও কমফোর্টার পরিষ্কার না করে তুলে রাখা মানে ঘরে জীবাণুর চাষবাস করা। আর জীবাণু মানেই গুপ্ত ঘাতক। তবে একেকটা কম্বল ও কম্ফোর্টার লন্ড্রিতে ধুতে দিলে বেশ কিছু টাকা গুনতে হয়। তাই ঘরেই এসব পরিষ্কার করে ফেললে সে টাকাটা বেচে যাবে। জেনে নিন ঘরেই সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করার উপায়।

১. উল ও কাশ্মীরি কম্বল পরিষ্কার করার আগে ধোয়ার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। সাধারণত এসবে ড্রাই ক্লিন করার কথাই উল্লেখ থাকে। তবে অল্প কিছুক্ষণের জন্য ঠান্ডা পানি ও অল্প ক্ষারধর্মী ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করে ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায়। ধোয়া শেষে খোলা জায়গায় বাতাসে শুকান এগুলো।

২. সুতি বা লিনেন কম্বল ওয়াশিং মেশিনে কম তাপমাত্রা ও কম গতিতে ধুয়ে নিন। ফ্লিস বা প্লাশ ম্যাটেরিয়ালের কম্বল ঠান্ডা পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। এগুলোতে কখনও গরম পানি লাগাবেন না। 

৩. কমফোর্টার পরিষ্কার করতে চাইলে ওয়াশিং মেশিনে ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর এয়ার ড্রাই করে শুকিয়ে নিন। 

৪. অনেকে এসি ঘরে নিয়মিত কমফোর্টার ব্যবহার করেন। ব্যবহার করতে করতে এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়ে যায় প্রায়ই। এ ধরনের গন্ধ দূর করতে চাইলে কম্বল বা কমফোর্টারে ভিনেগার স্প্রে করে এয়ার ড্রায়ার করে নিন।  

৫. কম্বলে লাগা কোনও দাগ দূর করতে চাইলে রিমুভার বা ক্লিনার সরাসরি দাগে প্রয়োগ করুন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে নির্দেশিকা অনুযায়ী ব্রাশ দিয়ে ঘষে বা আলতো করে হাতে ঘষে ধুয়ে ফেলুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম