Logo
Logo
×

লাইফ স্টাইল

ডিনার শেষে ১৫ মিনিট হাঁটলে মিলবে ৪ বিশেষ উপকার

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ এএম

ডিনার শেষে ১৫ মিনিট হাঁটলে মিলবে ৪ বিশেষ উপকার

ছবি: সংগৃহীত

অফিস থেকে বাড়ি ফিরে আর কোনো কাজ করতেই ইচ্ছে হয় না। তবু বাড়ির কাজ করতেই হয়। আর রাতের খাবার শেষ করা মাত্র গুটি গুটি পায়ে বিছানার দিকে এগোন। কিন্তু ভরপেট খেয়েই বিছানায় শুয়ে পড়া একেবারেই উচিত নয়। এতে মেটাবলিজম দুর্বল হয়ে পড়ে এবং শরীরে নানা সমস্যা দেখা দেয়। 

বিশেষজ্ঞরা বলছেন, ডিনার শেষে অন্তত ১৫-৩০ মিনিট হাঁটাহাঁটি করুন। এতে শরীরে কী-কী উপকার মিলবে, জেনে রাখুন।

মেটাবলিজম উন্নত হয়

ডিনার শেষে হাঁটাহাঁটি করলে মেটাবলিজম উন্নত হয়। বদহজমের সমস্যা সহজেই এড়ানো যায়। গ্যাস-অম্বলের ধাত থাকলে ভরপেট খাবার খাওয়ার পর হাঁটুন। এতে অন্ত্রের স্বাস্থ্যও উন্নত হয়। এছাড়া ডিনার শেষে হাঁটলে ক্যালোরি পোড়ানো সহজ হয়। ওজন কমাতে চাইলে ভরপেট খেয়ে একটু হাঁটুন। এই টোটকা ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। 

সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে

ডিনারের সেরে হাঁটলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিসের রোগীদের এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। ভরপেটে খাবার খাওয়া পর হাঁটাহাঁটি করলে রক্তে গ্লুকোজ লেভেল বাড়ে না এবং ইনসুলিন হরমোনের নিঃসরণও সচল থাকে।

মানসিক চাপ কমে

সারাদিনের কাজের পর মানসিক চাপ কমানো ভীষণ জরুরি। অবসাদ, উদ্বেগ কমাতে শরীরচর্চা জরুরি। রাতে শরীরচর্চা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে হাঁটুন। হাঁটলেও মানসিক চাপ কমে। পাশাপাশি মেলাটোনিন হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। এতে রাতের ঘুম ভালো হয়। অনিদ্রার সমস্যায় ভুগলে অবশ্যই রাতে ৩০ মিনিট হাঁটুন।

ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে

ভোরবেলা হাঁটার থেকে রাতে হাঁটা ভালো। এতে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে। ভোরবেলা বাতাসে দূষণ কণার মাত্রা বেশি থাকে। এর জেরে শ্বাসজনিত সমস্যা বা ভাইরাল জ্বর হওয়ার আশঙ্কা বেড়ে যায়। রাতে বাড়ির বাইরে, বাগানে বা মাঠে হাঁটতে পারেন। এতে ফুসফুসের কার্যকারিতা উন্নত হয় এবং শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা কমে। এছাড়া হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। জয়েন্টে ব্যথা-যন্ত্রণা কমে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম