Logo
Logo
×

লাইফ স্টাইল

চুল পড়া রোধে মেনে চলুন ৩ নিয়ম

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম

চুল পড়া রোধে মেনে চলুন ৩ নিয়ম

চুল ঝরার কোনো নির্দিষ্ট মৌসুম নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা— সব ঋতুতেই চুল পড়ে। চুল পড়া ঠেকাতে অনেকের চেষ্টা করতে করতেই মাথা খালি হয়ে যায়। নামি ব্র্যান্ডের দামি প্রসাধনীও কার্যকরী হয় না।  এসব প্রসাধণী ব্যবহার করতে করতে অনেক সময় চুল আরও নিষ্প্রাণ হয়ে পড়ে।  তবে কিছু পদ্ধতি মেনে আপনি আপনার চুল পড়া কমাতে পারেন। 

ময়েশ্চারাইজিং

শুধু যে ত্বকের ময়েশ্চারাইজার প্রয়োজন হয়, সেটা একেবারেই নয়। চুলের চাই আর্দ্রতা। আর তার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। মাথার ত্বকে আর্দ্রতার ঘাটতি চুল ঝরার পরিমাণ বাড়িয়ে তোলে। তাই অলিভ অয়েল, কাঠবাদামের তেল ভালো করে মালিশ করে জরুরি। তাতে অনেক সুবিধা হবে।

ভাপ নেওয়া

মাথার ত্বকের আর্দ্রতা ফেরাতে গরম ভাপ নেওয়া জরুরি। বাড়িতেই সেটা নেওয়া সম্ভব। শ্যাম্পু করার পর গরমজলে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখুন অল্প সময়। মাঝেমধ্যে এই স্টিম নিলে মাথার ত্বকে তেল পৌঁছবে ভালোমতো। সেই সঙ্গে আর্দ্রও থাকবে মাথার তালু।

তেলের ব্যবহার

চুল ভালো রাখতে চাইলে তেল দূরে সরিয়ে রাখলে চলবে না। তেলের গুণেই চুল থাকবে ঝলমলে, মসৃণ এবং কোমল। তা ছাড়া চুলের গোড়া মজবুত করতেও তেলের ভূমিকা অনবদ্য। নিয়মিত তেল না মাখলে চুলের গোড়া শক্ত  হবে না।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম