Logo
Logo
×

লাইফ স্টাইল

তামান্না ভাটিয়ার মতো উজ্জ্বল ত্বক পেতে যা করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

তামান্না ভাটিয়ার মতো উজ্জ্বল ত্বক পেতে যা করবেন

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া তার দুধ-সাদা গায়ের রঙের নেপথ্যের কাহিনি অনেকেই জানতে চান। অনেকেই ভাবেন তিনি ত্বকের খুঁত ঢাকতে পার্লারে যান। যদিও অনেক অভিনেতা-অভিনেত্রী নিজেকে সুন্দর দেখাতে পার্লারে যান এবং চিকিৎসকের পরামর্শও গ্রহণ করেন। তবে তামান্না ভাটিয়া সেদিকে কোথাও যান না এবং কোনো চিকিৎসকেরও পরামর্শ নেন না।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি তার মায়ের শেখানো ঘরোয়া উপকরণেই ত্বকের যত্ন নেন। ছোটবেলা থেকেই তামান্না সেই রূপটানের ওপর ভরসা রেখেছেন।

পেশার কারণেই বেশিরভাগ সময়ে মেকআপ করে থাকতে হয় তামান্না ভাটিয়াকে। দিনের পর দিন রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহারে ত্বকের প্রভূত ক্ষতিও হয়। তাই মায়ের শেখানো ঘরোয়া স্ক্রাব ও মাস্কের ওপরেই ভরসা করেন তিনি। 

তামান্নার স্ক্রাব তৈরি করতে যে উপকরণ: ১ চা চামচ চন্দনের গুঁড়ো, ১ চা চামচ কফি পাউডার ও ১ চা চামচ মধু।

পদ্ধতি: ছোট পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। এরপর চোখের চারপাশ বাদে পুরো মুখে মেখে নিন এই স্ক্রাব। হালকা হাতে ম্যাসাজ করতে থাকুন। মিনিট দশেক পর সামান্য গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার মেখে নিন।

তামন্নার মাস্ক তৈরি করতে যে উপকরণ: ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টকদই ও ১ টেবিল চামচ গোলাপজল।

পদ্ধতি: ছোট পাত্রে সব উপকরণ নিয়ে ঘন প্যাক তৈরি করে নিন। পুরো মুখে ওই প্যাক লাগান। মিনিট দশেক অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে শুকনো করে মুখ মুছে নিন। এরপর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম