Logo
Logo
×

ঘরে বাইরে

ফুল স্লিভে শীতের আমেজ

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফুল স্লিভে শীতের আমেজ

বছরের শেষের দিকে বাড়তে শুরু করে শীতের আমেজ। সন্ধ্যা হতে না হতেই গুমোট আমেজে হিমেল বাতাসের স্পর্শ অনুভব করা যায় শরীরে। গরম ধোঁয়া ওঠা চা কিংবা কফিতেই পূর্ণতা পায় সম্পূর্ণ দিন। রুক্ষতাও বাড়ে কয়েকগুণ। হঠাৎ করেই পায়ের গোড়ালি ফাটা, ঠোঁট ফাটা কিংবা হাত-পায়ে সাদা সাদা ভাব ফুটে ওঠে। তাই অন্য সময়ের চেয়ে ত্বকে ময়েশ্চারাইজার প্রয়োজন পড়ে অনেকটাই বেশি। ব্যাগে নানা সরঞ্জামের ভিড়ে জায়গা করে নেয় লিপবাম, লিপজেল, ক্রিমসহ নানা ময়েশ্চারাইজার। শীতের অনুভূতিও সময়ের সঙ্গে সঙ্গে অল্প স্বল্প করে বাড়তে শুরু করে।

তবে খুব ভারী পোশাক পরলেও বিপদ। এই বুঝি শীত বিদায় নিয়ে গরম চলে এলো এমন মনে হয়। আঁটোসাঁটো পোশাকে আবার স্বস্তি ভরে শ্বাস নেওয়া কষ্টকর। তাই সব কিছু মাথায় রেখে এ সময়ের জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ফুল স্লিভের পোশাক। দেখতে ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি নিত্যদিনের আউটফিটেও বেশ আরামেই ক্যারি করা যায় এ ধাঁচের আউটফিট। ফুল হাতা হওয়াতে খুব বেশি গরমও লাগে না আবার শীত শীত ভাবটাও কমে আসে।

বিশেষ করে যারা রাতের দিকে ড্রাইভ করেন কিংবা বাইরে থাকতে হয় বেশ খানিকটা সময় তারা ফুল স্লিভের পোশাকে বেশ আরাম পান। তবে দুপুরের রোদ শীতের শুরুর এ সময়টায় বেশ কড়া হয়। তবে সে রোদের তেজ পড়ে আসতেও সময় লাগে না। দুপুরের পর থেকেই কেমন মলিনতা থাকে প্রকৃতিতে। মনের অবস্থাটাও সময়ের সঙ্গে সঙ্গে তাই পালটাতে থাকে। তাই শীতের সময় কালারফুল পোশাক মনকেও ফুরফুরে রাখে আবার রোদের গরমটাও ধরে রাখে।

ফুল স্লিভের পোশাকের বেলায় বর্তমানে বেশ কিছু ডিজাইন নজর কাড়ছে। হাতাজুড়ে কোনো কাজ না থাকলেও নিচের পার্টে মোটা আলাদা কাপড় আর তাতে লতাপাতা, ফুল, পাখি কতশত না ডিজাইন থাকে। অনেকে একটু ভিন্নতা আনতে পুঁতির বা স্টোনের ব্যবহারও করে থাকেন। এ ধরনের ডিজাইনগুলো বেশি চোখে পড়ে সালোয়ার কামিজ, কুর্তিসহ ব্লাউজের মাঝে। ব্লাউজের ক্ষেত্রে অবশ্য ফুল স্লিভের জায়গায় অনেকেই হাফহাতা রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। শাড়ি বা সালোয়ার কামিজের ওপর পাতলা কটি বা কটির আদলে করা শাল জড়িয়ে নিলেও শীতের সময় আরাম মিলে। মেয়েদের পাশাপাশি শীতের এ সময় ছেলেদের পোশাকের মাঝেও ভিন্নতা আসে। হাফহাতার জায়গা দখল করে ফুলহাতার শার্ট।

এ শার্টগুলো ক্যাজুয়াল লুকের সঙ্গে সঙ্গে ফর্মাল আউটফিটের জন্যও পারফেক্ট। টি-শার্টের ক্ষেত্রেও ফুল স্লিভের বেশ কদর শীতের শুরু থেকে শেষ অবধি। গলা থেকে শুরু করে বুকের অংশের সঙ্গে হাত কভার করে বিধায় যারা বাইক চালান কিংবা রাতের দিকে বাইরে থাকেন তাদের কাছে ফুল স্লিভ টি-শার্ট বেশ পছন্দের। বাসায় কিংবা টুকটাক কাজে বাইরে যাওয়ার সময় টি-শার্ট পরতেই বেশ আরাম। আর তা যদি হয় ভিন্ন ভিন্ন ডিজাইনের তাহলে তো কথাই নেই। কালার ফুল এক একটি টি-শার্ট অথবা শার্ট শীতের শুরু থেকেই আপনি শপিং মলে বা দেশীয় হাউজগুলোতে পেয়ে যাবেন।

নানা ডিজাইন কিংবা আপনার পছন্দের ওপর নির্ভরে করে আউটফিট ডিজাইন করেও দিচ্ছে অনেক ইনলাইন প্রতিষ্ঠান। এর বাইরে শীত মৌসুমে ঘুরতে যাওয়ার সবচেয়ে পারফেক্ট টাইম। এ সময় তো আপনি আরামে ডে ট্যুরগুলো সেরে ফেলতে পারেন উইকেন্ডে। আর এ বিষয়টি মাথায় রেখেও কাপল টি-শার্টের ফুল স্লিভের কালেকশনে বেশ ভিন্নতা আনা হয় প্রতি বছরেই। কখনো প্রিয় মানুষের ছবি কিংবা তাকে ঘিরে দুই তিন লাইন জায়গা পায় ফুল স্লিভ শার্টে।

সালোয়ার কামিজের ক্ষেত্রে সব সময়ের মতো অবশ্য ফুল স্লিভের ক্যাটাগরি মিলে সবচেয়ে বেশি। বড়দের পাশাপাশি ছোটদের ক্ষেত্রেও ফুল স্লিভের রকমারি সব ডিজাইনের আর কার্টুন চরিত্রের ফুল স্লিভের পোশাক পাওয়া যাচ্ছে শপিং মলগুলোতে। শীতের আমেজ ছাড়াও এ সময় বাড়ে মশার উৎপাত। ডেঙ্গু মশা থেকে সুরক্ষা পেতে শীতের এ সময়ে ফুল স্লিভের পোশাক হতে পারে আপনার বেস্ট একটি অপশন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম