Logo
Logo
×

লাইফ স্টাইল

রোদে ঘুরে মুখের দফারফা, নিমেষেই করুন ঝকঝকে ত্বক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

রোদে ঘুরে মুখের দফারফা, নিমেষেই করুন ঝকঝকে ত্বক

আপনার শরীর ঠিকভাবে যত্ন না নিলে ত্বক জেল্লা হারাতে পারে। তাই সঠিক উপায়ে ক্লিনিং থেকে ময়েশ্চারাইজিং না করলে ত্বকের অবস্থা হবে খারাপ। সে কারণে আপনার ত্বকের জেল্লা ফেরাতে একটু সচেতন হওয়া উচিত। পরিস্থিতি যখন খারাপ হয়, তখন আপনি এই ত্বকের জেল্লা ফেরাতে দৌড়ঝাঁপ শুরু করে দেন বিউটি পার্লারে। এতে প্রচুর টাকা খরচ হয় আপনার। কিন্তু আপনি যদি বিউটি পার্লারে না গিয়ে বরং বাসাতেই সহজ উপায়ে তৈরি করেন ম্যাজিক্যাল ফেসপ্যাক, তা হলে কেমন হবে। বিষয়টি মন্দ নয়। চলুন জেনে নেওয়া যাক ত্বকের জেল্লা ফেরাতে বাসায় তৈরি টিপস। 

অ্যালোভেরা জেল নিন দুই চামচ। সঙ্গে মিশিয়ে নিন এক চামচ অলিভ ওয়েল, এক চামচ গ্লিসারিন ও দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে নিন। তার পর মিশ্রণটি মুখে মেখে, বেশ কিছুক্ষণ ম্যাসাজ করুন। এই প্যাক লাগানোর আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবেন। রোজ রাতে শোবার সময় এই মিশ্রণ লাগালে ঝকঝকে হয়ে উঠবে ত্বক।

অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে দিন। তার পর উষ্ণ পানিতে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখ মুছে নিন। কোথাও বের হওয়ার আগে এটা করতে পারেন। দেখবেন পাঁচ মিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

অ্যালোভেরার সঙ্গে কিছুটা পরিমাণ গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটিকে মুখে, পিঠে ও গলায় ভালো করে মেখে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েক দিন এই মিশ্রণটি ব্যবহার করুন। দেখবেন ত্বকে জেল্লা ফিরে পেয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম