Logo
Logo
×

লাইফ স্টাইল

গর্ভাবস্থায় পেঁপে খাওয়া কতটা নিরাপদ?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

গর্ভাবস্থায় পেঁপে খাওয়া কতটা নিরাপদ?

ছবি : সংগৃহীত

সুস্বাদু ও পুষ্টিকর ফলগুলের মধ্যে অন্যতম হচ্ছে পেঁপে। আপনি কাঁচাও খেতে পারেন, আবার পাকাও খেতে পারেন। এমনকি রান্না করেও খেতে পারেন। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও অত্যন্ত কম পরিমাণের চর্বিযুক্ত উপাদান, যা আমাদের ওজন কমাতে সাহায্য করে।

পেঁপেতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং এনজাইম, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু আপনি হয়তো শুনেছেন এবং সম্ভবত বিশ্বাসও করেছেন যে অন্তঃসত্ত্বা নারীকে পেঁপে খাওয়া উচিত নয়। অন্তঃসত্ত্বাদের কাঁচা ও পাকা উভয় ধরনের পেঁপে খাওয়া নিষিদ্ধ। কেউ আবার বলেন, পেঁপে খাওয়া একেবারে নিরাপদ।

মূলত গর্ভপাতের ঝুঁকির কারণেই বয়স্করা প্রায়ই গর্ভাবস্থায় পেঁপে না খাওয়ার জন্য সতর্ক করেন। অবশ্য এর কারণ রয়েছে— আমরা দেখেছি পেঁপের মধ্যে থেকে সাদা দুধের মতো তরল পদার্থ বের হয়। বিশেষজ্ঞদের মতে, গর্ভপাতের কারণের জন্য দায়ী ওই ল্যাটেক্সের মধ্যে থাকা এনজাইমগুলোই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পেঁপেতে ল্যাটেক্স থাকে, যা জরায়ুতে সংকোচনের ঝুঁকি তৈরি করে। এ কারণে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি থাকে।

এ ছাড়া পেঁপেতে পেপিনও থাকে, যা প্রোটিনকে ভেঙে দেয়। এ কারণে ভ্রূণের ক্ষতি হতে পারে। তবে এটিও লক্ষণীয় যে, যদি পেঁপে পাকতে শুরু করে। এতে ল্যাটেক্সের পরিমাণ কমে যায়। এ কারণে সপ্তাহে একবার বা দুবার সীমিত পরিমাণে পাকা পেঁপে খেলে যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই কাঁচা পেঁপে খাওয়া এড়িয়ে চলুন। তবে পাকা পেঁপে গর্ভাবস্থায় কিছু পরিমাণে খাওয়া যেতে পারে।

কতটা পেঁপে খাওয়া নিরাপদ? ন্যাশনাল হেলথ সার্ভিস অনুসারে, গর্ভাবস্থায় কাঁচা পেঁপে বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। ২০১৮ সালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, পেঁপে খেলে গর্ভাবস্থার কোনো ক্ষতি হয় না। এ ছাড়া ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) অনুসারে, গর্ভাবস্থায় যে ফল খাওয়া উচিত তার মধ্যে পেঁপেও অন্তর্ভুক্ত। তাই বিশেষজ্ঞদের মতে, পেঁপে খাওয়া একেবারে নিরাপদ। তবে এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত। সপ্তাহে এক বা দুবার পেঁপে খেতে পারেন। তবে পেঁপে খাওয়ার পর অস্বস্তি বোধ করলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম