
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১১:২৯ এএম
গরম তেল ঢেলে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

আরও পড়ুন
দুই বছর আগে রাজধানীর কদমতলী থানার খালপার এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ের ওপর গরম সয়াবিন তেল ঢেলে হত্যার দায়ে স্বামী মো. মিজান সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার আগে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, মীম আক্তার রুপাকে মিজান সরদার বিয়ে করে খালপাড়ের ‘ইসলাম টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের ৭ম তলায় বসবাস করতেন। মিজান তার শ্বশুরের কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের একটি জমি ও সাত লাখ টাকা মূল্যের একটি দোকান যৌতুক হিসাবে আদায় করেন।
২০২৩ সালের ৬ মে রাত ১০টার দিকে মিজান আবার রুপার কাছে অতিরিক্ত যৌতুকের টাকা দাবি করেন। রুপা তা প্রত্যাখ্যান করলে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরবর্তীতে মিজান গরম সয়াবিন তেল শরীরে ঢেলে দেন। ২৫ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপা মারা যান। ভুক্তভোগী ১৪ মে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের কাছে মৃত্যুকালীন জবানবন্দি দেন। একই আদালতে আসামি মিজান দোষ স্বীকার করে জবানবন্দি দেন।