
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৪ পিএম
তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
-67f58c1777b46.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আটক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে আসামিকে তুলে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। তিনি বলেন, তুরিন আফরোজ আলোচিত, বিতর্কিত মানুষ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে হাসিনার পক্ষে মিডিয়ায় তুমুল বক্তব্য দিতেন। আরেকটি হলো পৈতৃক সম্পত্তি থেকে মা, ভাইকে বঞ্চিত করে দখলে রাখা।
ফারুকী বলেন, প্রথমটা অর্জন করেছিলেন। ন্যক্কারজনক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল। পুরস্কারস্বরূপ প্রসিকিউটর হিসাবে নিয়োগ পান। নিয়োগ হওয়ার পর আসামিদের বিরুদ্ধে বক্তব্য ও তাদের নিয়ে কটূক্তি করেন। পরে আবার আসামিদের পক্ষে গিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি পান। ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘বিতর্কিত ভূমিকা পালন করায়’ নীলফামারীর জলঢাকায়ও তুরিনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।
এ সময় তুরিন আফরোজের মনোনীত কোনো আইনজীবী ছিলেন না। তাই বিচারক আসামিকেই তার পক্ষে কথা বলতে বলেন। এ সময় তুরিন আফরোজ বলেন, ‘হত্যাচেষ্টার ঘটনাটি ৫ আগস্টে। এ সময় আমার অপারেশন হয়। টিউমার অপারেশন। আমি সব ডাক্তারি রিপোর্ট দিতে পারব। আমি ৪ বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। এর আগে সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়।