Logo
Logo
×

আইন-বিচার

বনশ্রীতে শিশুকে ধর্ষণ: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম

বনশ্রীতে শিশুকে ধর্ষণ: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

রাজধানীর বনশ্রীতে সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. জাহিদুল ইসলাম নামের এক গৃহশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রোকসানা বেগম হ্যাপি এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন। তিনি বরগুনা জেলার পারিখাল গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ ধর্ষণের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং এই ধরনের জঘন্য অপরাধ করার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন শেষ করেন। ট্রাইব্যুনাল মামলার অভিযোগকারীসহ ১০ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২৩ মার্চ বাসায় শিশুটিকে পড়াতে যান জাহিদুল ইসলাম। বাবা-মা পাশের গ্যারেজে কাজ করার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

২০২১ সালের ২৪ জুলাই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।২০২২ সালের ২০ জানুয়ারি আসামি জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম