Logo
Logo
×

আইন-বিচার

অবৈধ সম্পদ অর্জন

কামাল মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

কামাল মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে সংস্থাটি।

মঙ্গলবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সংসদ সদস্য থাকাকালে তিনি (কামাল আহমেদ মজুমদার) ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। একটি মামলায় শুধু কামাল মজুমদারকে আসামি করা হয়েছে।

আরেক মামলায় কামাল মজুমদারের সঙ্গে তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আসামি করা হয়েছে। শাহেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তথাপি তার নামে-বেনামে সম্পদ থাকতে পারে। এ জন্য তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে।

ক্ষমতার পটপরিবর্তনের পরে গত বছরের আগস্টে কামাল মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরে ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম