Logo
Logo
×

আইন-বিচার

সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজানের বিরুদ্ধে দুই মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম

সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজানের বিরুদ্ধে দুই মামলা

শ্রম অধিদপ্তরের বিভিন্ন পদে পদায়ন, পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। 

বুধবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আসামি মন্নুজান সুফিয়ান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত গ্রেডেশন তালিকার ৩ নম্বরে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে ডিপিসির সুপারিশের বাইরে ১৬ নম্বরে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দেন। এজন্য মন্নুজান সুফিয়ান ও মিজানুর রহমানকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

এছাড়া পদোন্নতি অনিয়মের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে করা আরেকটি মামলার এজাহারে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশকৃত যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রেডেশন তালিকার ৪৮ নম্বরে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি প্রদান করেছেন। এজন্য মন্নুজান সুফিয়ান ও পদোন্নতিপ্রাপ্ত আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে আসামি করা হয়েছে।

এদিকে নানাবিধ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আক্তার হোসেন জানান, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুস গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধ পথে উপার্জিত অর্থ বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এম সরোয়ার হোসেন নামে একজন আইনজীবী সাবেক এই বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম