কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০১:৩১ এএম
কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠনের সভাপতিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। ডিএমপি জানিয়েছে, চন্দনের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের কঠোর আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৫ বছর বিনা ভোটে সরকার ক্ষমতায় থেকে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করার পাশাপাশি দুর্নীতি এবং লুটপাটের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি-মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছেন, অবাধে লুটপাটে জড়িত ছিলেন। তাদেরকেই এখন আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী।