আইডিয়ালের শিক্ষার্থী হত্যা মামলা: পলক-জয়-টুকু-আহমদ-সোহায়েল-সৈকত রিমান্ডে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৩:০১ এএম
রাজধানীর লালবাগ থানা এলাকায় আইডিয়াল কলেজের ১ম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত অপর পাঁচজন হলেন- সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে এক মামলায় ৭ দিন ও লালবাগ থানার আরেক মামলায় ৫ দিন করে মোট ১২ দিন এবং বাকি পাঁচজনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।