ফাইল ছবি
আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে ঢোকার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন আসামি জাকির হোসেন।
রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ মৃত্যুর ঘটনা ঘটে। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বন্দ ডাকপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
সূত্র জানায়, জাকির জালিয়াতির মামলায় হাজিরা দেওয়ার জন্য এদিন বেলা সাড়ে ১১টায় আদালতে আসেন। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এসে জাকির তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন। এরপরই তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন। তার সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই জাকির মারা যান।