Logo
Logo
×

আইন-বিচার

রিজেন্টের সাহেদসহ ৫ জনের বিচার শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৫:০০ পিএম

রিজেন্টের সাহেদসহ ৫ জনের বিচার শুরু

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদান করে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

বৃহস্পতিবার অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর। 

মামলার অন্য আসামিরা হলেন- দিপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। এদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন একশিড করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম। মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম