ট্রান্সকমের তিন কর্মকর্তা রিমান্ড শেষে কারাগারে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পিএম
অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তারা হলেন- কোম্পানির করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।
বুধবার তিন দিনের রিমান্ড শেষে পুলিশ তাদেরকে আদালতে উপস্থিত করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর তারা জবানবন্দি দিতে অস্বীকার করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গেল ২১ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন আসামির জামিন বাতিল করেন।
২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিন মামলা করেন। মামলায় ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ আনা হয়।