Logo
Logo
×

আইন-বিচার

হলমার্ক কেলেঙ্কারি: রায় শুনে আদালত থেকে পালালেন আসামি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১১:০১ পিএম

হলমার্ক কেলেঙ্কারি: রায় শুনে আদালত থেকে পালালেন আসামি

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় শুনে আদালত থেকে পালিয়েছেন দণ্ডিত আসামি। 

তিনি সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড এবং সাত লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

জামিনে থাকা আসামি জামাল রায় শুনতে এদিন আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে ওকালতনামায় স্বাক্ষর করে হাজিরা দেন। পরে সাজার রায় শোনার পরে তিনি আদালত থেকে বেরিয়ে যান।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজীব ঘোষ যুগান্তরকে বলেন, রায় ঘোষণা শেষে আসামিকে খুঁজতে গিয়ে দেখি তিনি নেই। পরে আদালত জামালের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সাবেক ওই ইউপি চেয়ারম্যানের আইনজীবী হারুন অর রশিদ যুগান্তরকে বলেন, রায় ঘোষণার সময় তিনি (জামাল) আদালতে ছিলেন। এর আগে ওকালতনামায় স্বাক্ষর করে হাজিরাও দেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম