Logo
Logo
×

আইন-বিচার

ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১০:২০ পিএম

ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের ব্র্যান্ড ন্যান্ডোস ও পেয়ালার ব্যবসায়িক কার্যক্রম সীমিত করার অভিযোগে এ জরিমানা করা হয় খাদ্য পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠানটিকে। 

প্রতিযোগিতা আইন ২০১২-এর ১৬ ধারা ভঙ্গ করায় তিন বছর আগের একটি মামলার রায়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়।  কিন্তু  যথাযথ আইন মেনে আপিল করার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছে ফুডপান্ডা। 

মঙ্গলবার বিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ডিসেম্বরে এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের করা অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়’ ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আরোপের ক্ষেত্রে এই অপরাধ প্রথমবার ঘটার বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। এখন থেকে রেস্তোরাঁগুলোর সঙ্গে প্রতিযোগিতাবিরোধী কোনো চুক্তি না করার জন্য ফুডপান্ডাকে বলা হয়েছে। পাশাপাশি ফুডপান্ডার ‘কর্তৃত্বময় ও একচেটিয়া অবস্থানের অপব্যবহার রুখতে’ নির্দেশনা দেওয়া হয়েছে।

রায় দেওয়ার সময় কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, দফায় দফায় শুনানির মাধ্যমে ফুডপান্ডার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত এসেছে।

ফুডপান্ডা বাংলাদেশ গণমাধ্যমকে জানিয়েছে, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাম্প্রতিক আদেশ সম্পর্কে ফুডপান্ডা অবহিত রয়েছে। আইন ও বিধির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আমাদের পর্যবেক্ষণ অনুসারে, যেসব তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ফুডপান্ডার অবস্থান সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমরা এ আদেশ পর্যালোচনা করছি। যথাযথ আইন মেনে আপিল করার সিদ্ধান্তও আমরা নিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম