Logo
Logo
×

আইন-বিচার

নির্বাচন সংক্রান্ত মামলা শুনতে হাইকোর্টে দুই বেঞ্চ গঠন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম

নির্বাচন সংক্রান্ত মামলা শুনতে হাইকোর্টে দুই বেঞ্চ গঠন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনানি করতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে পৃথক দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বেঞ্চ দুটি গঠন করে দিয়েছেন।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৫ প্রার্থী। গত রোববার ও সোমবার দুই দিনে মোট ২৫ জন প্রার্থিতা ফিরে পেতে তাদের আইনজীবীর মাধ্যমে এসব আবেদন করেন।

ইসির ঘোষিত তফশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়, শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম