Logo
Logo
×

আইন-বিচার

নির্বাচনে আইনের প্রয়োগ জানতে চেয়েছে কমনওয়েলথ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম

নির্বাচনে আইনের প্রয়োগ জানতে চেয়েছে কমনওয়েলথ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল। 

মঙ্গলবার সুপ্রিমকোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ বৈঠক হয়। 

বৈঠকে কমনওয়েলথের ৪ জন প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ উপস্থিত ছিলেন।

পরে বৈঠক প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনে জুডিশিয়ারি কী কী কাজ করে, কী কী সমস্যা হয়, আইনের কীভাবে প্রয়োগ হয়, ইসির কি ক্ষমতা আছে, পর্যবেক্ষকরা কোন আইনে আসেন, এসব তথ্য জানতে চেয়েছিলেন। আমরা তাদের এসব বিষয়ে বলেছি।

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে কমনওয়েলথের প্রতিনিধি দল। সফরকালে তারা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম