পিস্তল ছিনতাই মামলায় গ্রেফতার দুদু-স্বপন, রিমান্ড শুনানি ২৭ নভেম্বর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:১০ পিএম
পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও দলটি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এ ছাড়া তাদের ৫ দিনের রিমান্ড আবেদন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় দুদু ও পুলিশ কনস্টেবল হত্যা মামলায় স্বপন বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে ২৮ অক্টোবর পুলিশ সদস্যের পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪১৫ জনের বিরুদ্ধে ১ নভেম্বর পল্টন থানায় মামলা হয়। ১১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাই তাদের গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।