Logo
Logo
×

আইন-বিচার

মিরপুরে নাশকতার দুই মামলা: বিএনপির ৬ নেতাকর্মীর কারাদণ্ড, ২১ জন খালাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম

মিরপুরে নাশকতার দুই মামলা: বিএনপির ৬ নেতাকর্মীর কারাদণ্ড, ২১ জন খালাস

রাজধানীর মিরপুর মডেল থানায় নাশকতার অভিযোগে ১০ বছর আগে দায়ের করা এক মামলায় বিএনপির ছয় নেতাকর্মীকে ৩ বছর করে কারাদণ্ড এবং ৯ জনকে খালাস দিয়েছেন আদালত। একই থানায় দায়ের করা আরেক মামলায় ১২ আসামির মধ্যে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ২০১৩ সালের নাশকতার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।

দণ্ডিত আসামিরা হলেন— ইমরান হোসেন রানা, মারুফ হোসেন, আল আমিন, হাসিবুল ইসলাম, রাশেদ ও আবুল কালাম আজাদ। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। 

এ মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১১ নভেম্বর সকালে মিরপুর মডেল থানার সলিমুদ্দিন রোডে ৫০ থেকে ৬০জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী ১৮ দলের ডাকা হরতাল সমর্থনে একটি মিছিল বের করে। এ সময় তারা চলমান যানবাহনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং গাড়িতে অগ্নিসংযোগের উদ্দেশ্যে রাস্তায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় জনমনে গভীর ভীতির সৃষ্টি করে। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ২১ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলাটিতে ৯ জন সাক্ষী দিয়েছেন।

এ ছাড়া মিরপুরের আরেক মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন আলী, সাইফুল ইসলাম নিরব, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাসান রিপন, এএইচ আজহার, নূর নবী ফরাজী মুক্তার, পল্লবী থানা যুবদলের সহ-শিক্ষা সম্পাদক রাজীব হোসেন পিন্টু, মিরপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক মো রাজ ও বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন।

এ মামলার চার্জশিটে বলা হয়, ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল ১১টা ১৫ মিনিটে মিরপুর মডেল থানাধীন সেকশন-২ এ মায়ের দোয়া গোস্ত বিতানের সামনে রাস্তায় ৫০-৬০ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী ১৮ দলের ডাকা হরতাল সমর্থনে একটি মিছিল বের করে। এ সময় তারা চলমান যানবাহনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং গাড়িতে অগ্নিসংযোগের উদ্দেশ্যে রাস্তায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় জনমনে গভীর ভীতির সৃষ্টি করে। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ২৩ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলাটিতে ৬ জন সাক্ষী দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম