Logo
Logo
×

আইন-বিচার

ভোক্তা অধিদপ্তরের তদারকি

কারসাজি রোধে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

কারসাজি রোধে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আলু, পেঁয়াজ ও ডিমসহ পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সারা দেশের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৬০টি বাজারে তদারকি করে কারসাজির প্রমাণ পাওয়ায় ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম ও বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৬টি জেলায় অধিদপ্তরের ৪৮টি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে। এ সময় সারা দেশে ৬০টি বাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৯৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম