Logo
Logo
×

আইন-বিচার

সুপ্রিমকোর্ট ও ঢাকা বারে আইনজীবীদের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ এএম

সুপ্রিমকোর্ট ও ঢাকা বারে আইনজীবীদের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আইনজীবীদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)। বুধবার সুপ্রিমকোর্ট ও ঢাকা আইনজীবী সমিতিতে পৃথক এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ আইনজীবী অংশ নেন।

সুপ্রিমকোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন ইউএলএফ কেন্দ্রীয় কমিটির কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, ইউএলএফের সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজল ও সৈয়দ মামুন মাহবুব।

এদিকে বুধবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে সভা করেন ইউএলএফ নেতারা। তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ঢাকা বারের সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী, ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বক্তব্য দেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে।

গত মঙ্গলবার আইনজীবীদের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় কোতোয়ালি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত সেরনিয়াবাতসহ পাঁচ-ছয়জন পুলিশ সদস্য আহত হন বলে দাবি করেছে পুলিশ। অপরদিকে আইনজীবীদের দাবি, পুলিশের লাঠিচার্জে অর্ধ শতাধিক আইনজীবী আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

৬৬ আইনজীবীর বিরুদ্ধে মামলা : আইনজীবীদের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিনুর ইসলাম বিষয়টি জানান। 

মামলার আসামিরা হলেন-বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মো. ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, জহরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজী মোহাম্মদ মহাসিন, মুজাহিদুল ইসলাম সায়েম, আব্দুল্লাহ আল মামুন, শাম্মী আক্তার, মোসাম্মৎ হিরা, নারগিস পারভেজ মুক্তি, নুরুল ইমান বাবুল, ইউছুফ সরকার, আজহারুউদ্দিন রিপন, কেএম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কেএম বরকত সবুজ, মাহাবুব আলম আক্তার, কাজী পনির প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম