Logo
Logo
×

আইন-বিচার

আ.লীগ নেতা টিপু হত্যা: দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৯:৪৮ পিএম

আ.লীগ নেতা টিপু হত্যা: দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট

জাহিদুল ইসলাম টিপু (ইনসেট)। ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট।

মঙ্গলবার তাদের আগাম জামিনের জন্য আবেদন করা হলে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকার্ট বেঞ্চ কার্যতালিকা থেকে তা বাদ দেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, আসামিদের আগাম জামিন না দিয়ে কার্যতালিকা থেকে ডিলিট করে জামিন আবেদন ফেরত দেন। দুই আসামি হলেন, মো, সোহেল ও শামসুল হায়দার উজ্জ্বল।

এর আগে গত ৫ জুন এ মামলায় ৩৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় ডিবি পুলিশ। গত বছর ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারসংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম