Logo
Logo
×

আইন-বিচার

তিন মাদক কারবারির যাবজ্জীবন

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১০:৫২ পিএম

তিন মাদক কারবারির যাবজ্জীবন

রাজধানীতে ট্রাক থেকে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- সাতক্ষীরার দক্ষিণ আলীপুর থানার আমির আলীর ছেলে মো. কাওছার আলী, একই এলাকার রেজাউল করিমের ছেলে মো. কামাল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একবরপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম। 

রোববার ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

২০১৭ সালের ১ মার্চ রাজধানীর রমনা থানাধীন বাংলামোটর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. আমিনুল ইসলাম রমনা মডেল থানায় মামলা করেন। একই বছরের ২৭ মে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুহাদ্দিন মোর্শেদ চৌধুরী তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ২৫ অক্টোবর বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালীন ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম