
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম
চুয়াডাঙ্গায় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ এএম

আরও পড়ুন
চুয়াডাঙ্গায় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বজন সমাবেশের উদ্যোগে হওয়া এ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহাদ আলী
মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
শরীফুজ্জামান শরীফ।
এছাড়া চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ
সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, সাংবাদিক শেখ সেলিম, মিজানুল হক মিজান,
এম এম আলাউদ্দীন, মাহফুজ উদ্দিন খান,
রফিকুল ইসলাম, শাহ আলম সনি, রফিক রহমান, এমএ মামুন, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।