Logo
Logo
×

যুগান্তর বর্ষপূর্তি

ধানমন্ডিতে সুরভী’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪ এএম

ধানমন্ডিতে সুরভী’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি: সংগৃহীত

ছিন্নমূল শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভী ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। শনিবার সকালে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কাইপিতে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তিনি সুরভির শিক্ষার্থী, অভিভাবক এবং সুরভির পরিচালকদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরভী শিশু-কিশোরদের জ্ঞান ধর্মে-মর্মে বিকশিত হবার জন্য কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সুরভী’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উদ্দীপনা যুগিয়েছেন। 

তিনি প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আরও বেশি অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার উৎসাহ দেন। 

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানজুড়ে কোরআন তেলাওয়াত, তরজমা, উপস্থাপনা, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যে প্রান্তবন্তভাবে অংশগ্রহণ করেছে শিশু-কিশোররা। পরে র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু প্রক্তন নৌবাহিনীর প্রধান ও সাবেক কৃষিমন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী। তিনি সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে ১৯৮৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

সৈয়দা ইকবাল একাধারে সমাজসেবক, লেখক, কবি, গীতিকার, চিত্রশিল্পী ও পিয়ানোবাদক। তার অনুপ্রেরণায় বিগত ৪৬ বছর ধরে সুরভী লক্ষ লক্ষ শিশু-কিশোরের জ্ঞানের আলোয় বিকশিত হয়ে জগতভারে গড়ে উঠেছেন।

অনুষ্ঠানে সৈয়দা ইকবাল ছাড়াও উপস্থিত ছিলেন, সুরভী’র নির্বাহী পরিচালক মো. আবু তাহের, সুরভি স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম