
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১১:১২ পিএম
ইউসিবিতে কর্মকর্তা পদে চাকরি, যে অভিজ্ঞতা প্রয়োজন

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে রিটেইল বিজনেস ডিভিশনে ভাইস প্রেসিডেন্ট বা তদূর্ধ্ব পদমর্যাদায় হেড অব ন্যাশনাল সেলস পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব ন্যাশনাল সেলস
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া সেলসে নেতৃত্বের পর্যায়ে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। রিটেইল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। বিশেষ করে যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: ১২ এপ্রিল ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪৮ বছর।
কর্মস্থল: ঢাকা
যেভাবে আবেদন করবেন—
আগ্রহী প্রার্থীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫।