
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০২:১৪ পিএম
ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে চাকরির সুযোগ, আবেদন ২৪ এপ্রিল পর্যন্ত

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:০৫ এএম

ফাইল ছবি
আরও পড়ুন
ঢাকায় ফিলিস্তিন দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পারসোনাল সেক্রেটারি টু দ্য অ্যাম্বাসেডর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: পারসোনাল সেক্রেটারি টু দ্য অ্যাম্বাসেডর (পিএস)
পদসংখ্যা: ১
যোগ্যতা: ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ করে কূটনৈতিক মিশন, সরকারি বা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিন থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও আরবি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। এমএস অফিস স্যুট, ইন্টারনেট রিসার্চ ও অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারের কাজ জানতে হবে। বহুজাতিক পরিবেশে কাজের মানসিকতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
বয়স: ৩০ থেকে ৪০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ফিলিস্তিন দূতাবাস, বারিধারা, ঢাকা
বেতন-ভাতা: বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা দূতাবাসের নিয়ম অনুযায়ী দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক সিভি ও কাভার লেটার সাবমিটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৫।