Logo
Logo
×

চাকরি

নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদ ২৭১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম

নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদ ২৭১

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ বাহিনীতে ৩১ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ২৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটমুদ্রাক্ষরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: থানা/উপজেলা প্রশিক্ষক

পদসংখ্যা: ২১

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। উচ্চতা (কমপক্ষে) ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩০ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৪. পদের নাম: উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা

পদসংখ্যা: ৭১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: পেস্টিং সহকারী

পদসংখ্যা:

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: প্রুফ রিডার

পদসংখ্যা:

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা:

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: সিউইং, নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর

পদসংখ্যা:

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: আউট বোর্ড মোটর ড্রাইভার

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ স্পিডবোট চালনায় অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি পাসসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং ‘সি’ লাইসেন্স হোল্ডার হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম: বুট মেকার

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

১২. পদের নাম: মহিলা আনসার

পদসংখ্যা: ৪৮

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৩. পদের নাম: সিগন্যাল অপারেটর

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ বেতার যন্ত্র চালনার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৪. পদের নাম: মেসন

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৫. পদের নাম: সূত্রধর

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)


১৬. পদের নাম: পেইন্টার

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৭. পদের নাম: গার্ড সিপাহি

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১৮. পদের নাম: রেজিমেন্টাল পুলিশ

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১৯. পদের নাম: এমুনিশন (এনসিও) (নন কমিশন কর্মকর্তা)

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ গোলাবারুদ রক্ষণাবেক্ষণে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২০. পদের নাম: কোয়ার্টার মাস্টার

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২১. পদের নাম: ব্যান্ডস ম্যান

পদসংখ্যা: ২৮

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। উচ্চতা (কমপক্ষে) ৫ ফুট ৪ ইঞ্চি; বুকের মাপ কমপক্ষে ৩০ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২২. পদের নাম: মহিলা ব্যান্ড

পদসংখ্যা: ১৮

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। উচ্চতা (কমপক্ষে) ৫ ফুট ২ ইঞ্চি। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২৩. পদের নাম: টেন্ডল

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২৪. পদের নাম: এনসিও/ব্যারাক

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২৫. পদের নাম: লস্কর

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২৬. পদের নাম: অয়েলম্যান

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২৭. পদের নাম: মালি

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাগান পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২৮. পদের নাম: বাবুর্চি

পদসংখ্যা: ৪

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৩০. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি; বুকের মাপ ৩০ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৩১. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বাইসাইকেল চালনায় পারদর্শী। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়স: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংকের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত যেকোনো জটিলতায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে ০৯৬৭৭১১২২৪৪ নম্বরে ফোনে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে রেজিস্ট্রেশনের সময় ১ থেকে ১০ নম্বর পর্যন্ত পদের জন্য ১০০ টাকা এবং ১১ থেকে ৩১ নম্বর পর্যন্ত পদের জন্য ৫০ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৫।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম