Logo
Logo
×

চাকরি

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ এএম

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরি

ছবি: সংগৃহীত

স্পেশাল ব্রাঞ্চে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটি পুনর্বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজস্ব খাতভুক্ত তিন ক্যাটাগরির পদে নির্দিষ্ট কিছু কর্মী নেবে। আগ্রহীরা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড: ১১

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড: ১৩

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: দপ্তরি

পদসংখ্যা: ৯

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

গ্রেড: ২০

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের https://www.specialbranch.gov.bd অথবা http://sbdhaka.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। 

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা। ২ নম্বর পদের জন্য মোট ১১২ টাকা। ৩ নম্বর পদের জন্য মোট ৫৬ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য মোট ৫৬ টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম