Logo
Logo
×

চাকরি

আজকের মধ্যে ‘৩৫’ নিয়ে প্রজ্ঞাপন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম

আজকের মধ্যে ‘৩৫’ নিয়ে প্রজ্ঞাপন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি না করলে সহিংস আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে আজকেই প্রজ্ঞাপন জারি করার দাবিতে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ শুরু করেন চাকরিপ্রার্থীরা।

এ সময় আন্দোলনকারীরা জানান, আজই প্রজ্ঞাপন জারি না করলে তারা অহিংস আন্দোলনকে সহিংস আন্দোলনে রূপ দেবেন। 

তারা বলেন, উপদেষ্টারা জানাচ্ছেনএখনও আলোচনা চলছে, তাহলে কেন সংস্কার কমিশন গঠন করা হলো? তারা কেউ আন্দোলনকারী না বলে দাবি করে বলেন, আমরা আন্দোলন করতে চাই না। আমরা আমাদের দাবি পূরণ করে ঘরে ফিরতে চাই।

আন্দোলনকারীরা আরও জানান, দাবি আদায়ে তারা আজ সারা দিন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করবেন। পরিস্থিতি আলোকে বিকালে সমন্বয়ক কমিটির মিটিংয়ের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আজকের মতো কর্মসূচি সমাপ্ত করবেন।

আন্দোলনে অংশ নিয়ে রুবেল রানা বলেন, একটি রাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রিধারীরা ১২ বছর ধরে রাস্তায় আন্দোলন করছে। রাষ্ট্রের এটি বড় ব্যর্থতা। আমরা কখনোই রাস্তায় থাকতে চাই না। আমরা আজই প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। 

এ সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশ করে বলেন, দাবি আদায় হওয়ার আগে যদি আমি মরে যাই, আমার লাশ নিয়ে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় হওয়ার পর আমার লাশের কফিনে শেষ পেরেক মেরে তারপর লাশ দাফন করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম