Logo
Logo
×

চাকরি

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল আজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১২:৪০ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল আজ

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হবে। 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার তৃতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে ফলাফল প্রস্তুত করা হয়েছে। আজ প্রকাশ করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হবে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।
 

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম